আগের মডেলের মত এতেও ১/৩ ইঞ্চি সিসিডি সেন্সর এবং বেয়নেট টাইপ লেন্স ব্যবহার করা হয়েছে। ক্যামেরার সাথে দেয়া হবে ক্যানন ১৪এক্স অপটিক্যাল জুম লেন্স। আগের মডেল থেকে উল্লেখযোগ্য পার্থক্য হচ্ছে এতে বিল্টইন টাইমকোড এবং জেনলক কানেকশন রয়েছে। এছাড়া ফায়ারঅয়্যার, এইচডি/এসডি-এসডিআই পোর্ট রয়েছে। ডিসপ্লে আগের মতই ৪.৩ ইঞ্চি।
মুলত দুটি এসডি/এসডিএইচসি কার্ডে রেকর্ড করার ব্যবস্থা রয়েছে, ইচ্ছে করলে পৃথক রেকর্ডিং মডিউল ব্যবহার করা যাবে। এর একটি বড় সুবিধে হচ্ছে ফাইনাল কাট প্রো-র জন্য ভিটিও ট্রান্সফার করা যাবে। এমপি৪ এবং মুভি দুফরম্যাটেই ফাইল সেভ করা যাবে।
১০৮০পি ফুল হাই ডেফিনিশন ছাড়াও ৭২০পি মোড এবং ৪৮০আই ষ্টান্ডার্ড ডেফিনিশন মোডে ভিডিও রেকর্ড করা যাবে এতে। লো-লাক্স ফাংশনের কারনে খুব কম আলোতেও ভিডিও করা যাবে।
উল্লেখ করা ক্যানন লেন্সসহ এর দাম ১১,৯৯৫ ডলার।
No comments:
Post a Comment