April 6, 2010

১ দিনেই এপল আইপ্যাড হ্যাক iPad Jailbroken One Day After Launch

এপল তাদের আইপ্যাডের বিক্রি নিয়ে সস্তুষ্টিলাভ করতেই পারে। কিন্তু তাদের নতুন এই ডিভাইস হ্যাক করতে সময় লেগেছে ২৪ ঘন্টারও কম। বাজারে আসার পরদিনই ক্যালিফোর্নিয়ার একজন হ্যাকার (মাসলনার্ড নামে পরিচিত) এবিষয়ে ইউটিউবে ভিডিও পোষ্ট করেছে। জেলব্রেকিং নামে পরিচিত এই ব্যবস্থায় এপল অনুমোদন করে না এমন কোড ব্যবহার করা যাবে।
এপল তাদের ডিভাইসের জন্য নির্দিষ্ট সফটঅয়্যারের বাইরে অন্যকিছু ব্যবহারের ব্যবস্থা রাখে না। কিন্তু তাদের আইফোন এবং আইপড টাচ জেলব্রেকিং ব্যবস্থায় বহু মানুষ ব্যবহার করে। জেলব্রেকিং এর সফটঅয়্যার ইন্টারনেটে পাওয়া যায়। নতুন আইপ্যাডে আইফোনের মত একই অপারেটিং সিষ্টেম ব্যবহার করা হয়েছে। কাজেই এটাও একইভাবে ব্যবহৃত হবে ধরে নেয়া যায়।
এই খবরে অনেকেই অবাক হননি, বরং ধরেই নিয়েছেন এটা হবে। এই ব্যবস্থায় বিশেষ ইনষ্টলার ব্যবহার করে এপল ষ্টোরের বাইরে বহু সফটঅয়্যার ইনষ্টল করা যায়।
আইফোন, আইপড কিংবা আইপ্যাড ব্যবহারকারীরা এই ব্যবস্থায় সাধারনত সন্তোষ প্রকাশ করেন্। আর এপল সবসময়ই এবিষয়ে শতর্ক করে। জেলব্রেকিং এর ফলে তারা তাদের ওয়ারেন্টি বাতিল করে।

No comments:

Post a Comment