প্রথম দিনেই ৩ লক্ষ বিক্রি, আমেরিকানরা একে তুলনা করে হটডগের সাথে। বাংলাদেশে মুড়ি শব্দটি প্রচলিত। বিষয় যাই হোক, ষ্টিভ জবস যেদিন আইপ্যাডের ঘোষনা দেন সেদিন থেকেই কিছু প্রভাব পরেছে এর কাছাকাছি ডিভাইসের ওপর। স্বাভাবিকভাবেই সেটা নেটবুক, যার ডিসপ্লে ১০ ইঞ্চি (আইপ্যাডের ৯.৭ ইঞ্চির কাছাকাছি)। ডিজিটাইমস খবর দিচ্ছে ল্যাপটপ কম্পিউটার দুই প্রধান নির্মাতা এইচপি এবং ডেল তাদের উপাদন কমাচ্ছে। এমনকি এইচপি ১০ ইঞ্চি নেটবুক তৈরী বন্ধ করে দিতে পারে।
একথার অর্থ অবশ্য এই না যে বড় ডিসপ্লের ল্যাপটপগুলি ভাল ব্যবসা করছে। রিপোর্টে আরো বলা হয়েছে নেটবুকের যায়গায় মানুষ পুরোপুরি নোটবুক ব্যবহারে আগ্রহি। তবে কথা থেকে যায়, ৩০০ ডলারের মধ্যে নোটবুকে কি পাওয়া সম্ভব ?
আইপ্যাড বাজারে আসার পর এবং বিপুল আগ্রহ সৃষ্টি করার পর অন্যান্য নির্মাতারা আরো দ্রুত ট্যাবলেট পিসি তৈরীর দিকে যাবেন এটা প্রায় নিশ্চিত। হয়ত কিছুদিনের মধ্যেই একেবারে ছোট, হাল্কা ওজনের নোটবুক বর্তমানের নেটবুকের বাজার দখল করবে।
No comments:
Post a Comment