এপল জানিয়েছে তাদের আইপ্যাড বিক্রি শুরু হওয়ার পর প্রথম দিনে বিক্রি হয়েছে ৩ লক্ষের বেশি। শনিবার আমেরিকায় আইপ্যাড বিক্রি শুরু হয় এবং সারাদেশে এই পরিমান বিক্রি হয়। আমেরিকার বাইরে এখনও বিক্রি শুরু হয়নি। ৪৯৯ ডলার থেকে শুরু দামের আইপ্যাড থেকে ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেটে যুক্ত হওয়া যায়। এমাসেই সেলুলার ডাটা ট্রান্সফার করতে সক্ষম আইপ্যাড ছাড়া হবে বলেও এপল জানিয়েছে।
এপল আরো জানিয়েছে এই বিক্রির সাথেসাথে একদিনে ১০ লক্ষের বেশি আইপ্যাড সফটঅয়্যার ডাউনলোড করা হয়েছে তাদের ওয়েবসাইট থেকে। ই-বুক বিক্রি হয়েছে আড়াই লক্ষের বেশি।
এপল প্রধান ষ্টিভ জবস বলেছেন আইপ্যাড মানুষের ধারনাকে পাল্টে দেবে। একইসাথে ভিন্নতর খবর হচ্ছে এপলের শেয়ারের দাম ১৭ সেন্ট কমে গেছে।
No comments:
Post a Comment