বিশ্বের সবচেয়ে বড় আইটি মেলা সিবিট শুরু হয়েছে জার্মানীর হ্যানোভারে। মেলার এবছরের থিম, কানেকটেড ওয়ার্ল্ড। কম শক্তি এবং কম জ্বালানী ব্যবহার করা পন্য নিয়ে হাজির হয়েছে বিভিন্ন কোম্পানী। জেমস ক্যামেরনের অবতারের সাফল্যের পর নানারকম পন্যের মধ্যে থ্রিডি বড় ভুমিকা রাখবে এটা ধরে নেয়াই যায়।মেলার উদ্বোধন করেছেন জার্মানীর চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল এবং স্পেনের প্রধানমন্ত্রী জোসে রডরিগেজ জাপাতেরো। মেলায় ৪২০০ এর মত কোম্পানী অংশ নিয়েছে। এটা সংখ্যাকে নিতান্তই কম বলা হচ্ছে কারন ২০০০ সালের ডটকম বুমের সময় অংশগ্রহনকারীর সংখ্যা ছিল এর দ্বিগুন।
এরই মধ্যে কিছু চমকপ্রদ পন্য দেখানো হয়েছে। একটি মোবাইল পোনের সামনে শব্দ না করে ঠোট নাড়লে সেটা সেই অনুযায়ী শব্দ তৈরী করে দরজা খুলতে পারে দেখানো হয়েছে।
মার্চের ৬ তারিখে মেলা শেষ হবে।
No comments:
Post a Comment