March 2, 2010

প্যানাসনিক টিজেড-৮ ক্যামেরা রিভিউ Panasonic Lumix DMC-TZ8 (ZS-5) Review

প্যানাসনিকের পকেট সুপারজুম ক্যামেরা টিজেড-৭  ছিল অত্যন্ত জনপ্রিয় ক্যামেরা। তাকে আপডেট করে টিজিড-৮ (আমেরিকায় জেডএস-৫) বাজারে আনা হয়েছে। অনায়াসে পকেটে রাখার উপযোগি এই ক্যামেরায় ১২এক্স জুম (২৫-৩০০ মিমি) ব্যবহার করা যায়। ১৪.৫ মেগাপিক্সেল সিসিডি সেন্সর রয়েছে এতে। ৪:৩, ৩:২, ১৬:৯ রেশিও ব্যবহার করা যায় এবং ৭২০পি এইচডি ভিডিও রেকর্ড করা যায়।
ক্যামেরাটি আগের মডেল থেকে কিছুটা হাল্কা ওজনে আনা হয়েছে। এছাড়া ইমেজ ষ্ট্যাবিলাইজেশনকে আগের চেয়ে উন্নত করা হয়েছে। এর পাওয়ার ওআইএস দুরের ছবিও ভালভাবে তুলতে সাহায্য করবে। ওয়াইড এঙ্গেলে এর এপারচার এফ/৩.৩ এবং ৩০০মিমি জুমে এফ/৪.৯। এই পর্যায়ের ক্যামেরার জন্য যথেষ্ট ভাল। লেন্স লেইকার তৈরী।
ধাতব পদার্থ দিয়ে তৈরী ক্যামেরাটি মজবুত। ব্যবহারও অত্যন্ত সহজ। বিভিন্ন ধরনের সিনমোড ছাড়াও এপারচার প্রায়োরিটি, সাটার স্পিড প্রায়োরিটি এবং ম্যানুয়েল মোড ব্যবহার করা যাবে। এছাড়া নতুন যোগ করা কাষ্টম সেটিং-এ পছন্দমত সেটিং সেভ করে ব্যবহার করা যাবে। তাদের অত্যন্ত জনপ্রিয় ইন্টেলিজেন্ট অটো মোডও রয়েছে। এটা ব্যবহারে ক্যামেরা নিজেই প্রয়োজনীয় মোড সিলেক্ট করে নেয়।
অন্যান্য সুবিধার মধ্যে ফেস ডিটেকশন (১৫ পর্যন্ত), রেড আই রিডাকশন ইত্যাদি রয়েছে। এএফ ট্রাকিং চলমান বস্তুকে অনুসরন করে ফোকাস করতে পারে।
সাধারনভাবে এর জুম ১২ এক্স, তবে রেজুলুশন কমিয়ে একে বাড়িয়ে নেয়া যায়। ৩ মেগাপিক্সেল রেজুলুশনে ২৩.৪ এক্স এবং  ৫ মেগাপিক্সেলে ১৮.৮ এক্স, ৮ মেগাপিক্সেলে ১৪.৭ এক্স  জুম কাজ করবে। এরপরও ডিজিটাল জুম রয়েছে।
ইন্টেলিজেন্ট রেজুলুশন প্যানাসনিকের নতুন প্রযুক্তি। এতে ছবির রেজূলুশনকে বাস্তবের রেজুলুশনের চেয়ে বেশি মনে হয়। এটা ব্যবহার করে এ৩ সাইজের প্রিন্ট করা যায়।
মুভি মোডে ১২৮০-৭২০ রেজুলুশন মুভি রেকর্ড করা যায়। এতে মোশন জেপিজি ফরম্যাট ব্যবহৃত হয়। পুরো জুম ব্যবহার করা যায় মুভি রেকর্ডিং এর সময়। তবে জুমিং কিছুটা ধীরগতির মনে হতে পারে। এছাড়া এতে এইচডিএমআই পোর্ট নেই।
এই ধরনের ক্যামেরার বৈশিষ্ট অনুযায়ী এতে ইলেকট্রনিক ভিউফাইন্ডার নেই। পুরোপুরি ২.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লের ওপর নির্ভর করতে হবে।
এই ক্যামেরার দাম ২৪০ ডলার।

1 comment:

  1. The TZ8 for me is one of the best value digital cameras around currently. It's packed with features and functionality making even the most amateurish of photographers brilliant behind the lens. I used Less Lettuce in finding the best price and stockists for the Panasonic Lumix TZ8 Digital Camera which was a big help!

    ReplyDelete