কাঠের মোবাইল ফোন NTT Docomo wooden mobile phone
প্লাষ্টিকের ব্যবহার নিয়ে এখনই বিশ্বে দুশ্চিন্তার শেষ নেই। আগামীতে এই সমস্যা কোথায় যাবে তা বোঝার চেষ্টা করলে হাল ছেড়ে দিতে হয়। প্লাষ্টিকের বিকল্প হিসেবে প্রাকৃতিক উপাদান ব্যবহারের কথা বলা হচ্ছে অনেকদিন ধরে। জাপানের এনটিটি ডোকোমো দেখিয়েছে কিভাবে সাধারন কাঠ থেকে টাচস্ক্রিন মোবাইল ফোন তৈরী করা যায়। টাচউড নামের এই ফোনকে কাঠের বলে অবহেলা করার উপায় নেই কারন আর্দ্রতা, ঘুনপোকার সাধ্য নেই এর ক্ষতি করে।
অলিম্পাসের সাথে মিলে তৈরী এই প্রযুক্তি ডোকোমো বিশ্বের বিভিন্ন যায়গায় প্রদর্শন করছে এবং কিভাবে একাজ করতে হয় জানাচ্ছে। এরআগে আমেরিকার পিএমএ, জার্মানীর ফটোকিনায় দেখিয়েছে।
তবে বাস্তবে ফোনটি কেবলমাত্র জাপানে পাওয়া যায়।
No comments:
Post a Comment