ইউনিফাইড কালার প্রথমবারের মত তাদের ট্রু ভিশন এইচডিআর ফটো কন্টেষ্ট এর জন্য ফটোগ্রাফারদের ছবি জমা দিতে বলেছে। শর্ত, ছবিগুলিতে তাদের এইচডিআর ফটোষ্টুডিও সফটঅয়্যার ব্যবহার করতে হবে। ভয় পাবার কারন নেই, সফটঅয়্যারটি তাদের ওয়েবসাইট থেকে বিনামুল্যে ডাউনলোড করে নেয়া যাবে।ছবির বিষয় ৩টি, ল্যান্ডস্কেপ বা প্রকৃতি, আর্কিটেকচার এবং ফ্রিষ্টাইল বা এই দুইয়ের বাইরে অন্য যে কোন ছবি। যে কোন একটি বিষয়ে ছবি পাঠাবেন। প্রতিটি বিষয়ের জন্য বছরে ৩ বার পুরস্কার দেয়া হবে। বছর শেষে ১ ডিসেম্বর সেরা ছবির পুরস্কার দেয়া হবে। ৩টি বিভাগের জন্যই পুরস্কার প্রায় ২০ হাজার ডলার মুল্যের ফটো সামগ্রী, নাইকন ডি-৯০ ক্যামেরা কিট, গিটজো কার্বন ফাইবার ট্রাইপড, লোপ্রো ক্যামেরা ব্যাগ, লেক্সার ক্লাশ ১০ এসডিএইচসি মেমোরী কার্ড।
সেরা পুরস্কার বিজয়ীর পছন্দমাফিক ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপেডিশন এর আওতায় ড্রিম ফটোগ্রাফি ওয়ার্কশপে অংশগ্রহনের সুযোগ। এছাড়া ১৫ ইঞ্চি ম্যাকবুক প্রো নোটবুক দেয়া হবে।
সেরা পুরস্কার বিজয়ীর পছন্দমাফিক ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপেডিশন এর আওতায় ড্রিম ফটোগ্রাফি ওয়ার্কশপে অংশগ্রহনের সুযোগ। এছাড়া ১৫ ইঞ্চি ম্যাকবুক প্রো নোটবুক দেয়া হবে।
সফটঅয়্যার ডাউনলোডের জন্য ইউনিফাইড কালার ওয়েবসাইট http://www.unifiedcolor.com/
No comments:
Post a Comment