প্রথমবারের মত ফেসবুক ব্যবহারকারীদের জন্য ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহনের জন্য ৩০ নভেম্বর ২০১০ এর মধ্যে আপনার উঠানো ছবি আপলোড করতে হবে। এজন্য কোন ফি দিতে হবে না। প্রথম পুরস্কার ক্যানন ৭ডি এসএলআর ক্যামেরা।কাজেই আপনার উঠানো প্রকৃতির ছবি পাঠিয়ে দিন। শর্ত একটাই, ফেসবুক একাউন্ট থাকতে হবে। যদি এখনও না থাকে তাহলে একাউন্ট খুলে নিন। এটাও বিনামুল্যের।
পুরস্কারের ক্যামেরাটি সম্পর্কে আরেকটু জেনে নিন। ১৮ মেগাপিক্সেল ডুয়াল ডিজিক ৪ প্রসেসরের এই ক্যামেরা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ক্যামেরাগুলির একটি। এই ক্যামেরার রিভিউ রয়েছে এই সাইটে।
No comments:
Post a Comment