লেন্স নির্মাতা ট্যামরন তাদের বার্ষিক ফটোগ্রাফি প্রতিযোগিতার জন্য ছবি আহ্বান করেছে। ছবির বিষয় ব্যাকইয়ার্ড ওয়াইল্ডলাইফ। আপনার বাড়ির আশেপাশের প্রানীর ছবি উঠিয়ে পাঠাতে হবে প্রতিযোগিতায়। মুলত নিজ এলাকার প্রানী মুখ্য বিষয়, তবে চিড়িয়াখানার প্রানী কিংবা এ্যকুয়ারিয়ামের মাছের ছবি গ্রহনযোগ্য হবে না। যে কোন ক্যামেরা ব্যবহার করে ছবি উঠানো যাবে।
প্রতিযোগিতা চলবে ১ এপ্রিল থেকে জুন ৩০ ২০১০ পর্যন্ত। বিজয়ী পুরস্কার হিসেবে তার পছন্দমত ট্যামরনের তৈরী ১৭-৫০ ম্যাক্রো অথবা ১৮-২৭০ ভিসি লেন্স থেকে একটি বেছে নেয়ার সুযোগ পাবেন।
ছবি পাঠাতে হবে ইমেইল করে webmaster@tamron.com ঠিকানায়। বিষয় হিসেবে লিখতে হবে Backyard Wildlife Photo Contest. প্রতিযোগিতার বিস্তারিত নিয়ম এবং এন্ট্রি ফর্ম পাওয়া যাবে তাদের ওয়েবসাইটে www.tamron.com 
 
No comments:
Post a Comment