আইসিএএনএন, যারা এই ব্যবস্থা নিয়ন্ত্রন করে তারা গত জানুয়ারীতে রাশিয়ার জন্য সিরিলিক, সৌদি আরব, আরব আমিরাত এবং মিশরের জন্য পুরো নাম আরবী ভাষায় ব্যবহারের অনুমতি দেয়। তবে চীন এবং তাইওয়ানের ভাষা ব্যবহারের অনুমতি এখনও বিবচনাধীন। এই ভাষা যেহেতু দুভাবে ব্যবহার করা যায় সেহেতু আগে নির্দিষ্ট নিয়ম করা প্রয়োজন বলে বলা হয়েছে।
নতুনভাবে যাদের এই ব্যবস্থার অনুমতি দেয়া হল তাদের মধ্যে রয়েছে হংহং এর জন্য চাইনিজ, সিলংকার জন্য সিংহলীজ, থাইল্যান্ডের জন্য থাই এবং কাতার, তিউনিসিয়া এবং প্যালেষ্টাইনের জন্য আরবী।
চীনের অধীন হংকং এর জন্য চীনা ভাষা ব্যবহৃত হলেও তাদের অনুমতি দেয়া হয়েছে কারন তারা সিম্পলিফাইড এবং ট্রাডিশনাল দুধরনের ভাষা একইভাবে ব্যবহার করে।
No comments:
Post a Comment