গত ৩ মাসে এন্ড্রয়েড এর জন্য সফটঅয়্যারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২০০ ভাগ। ২০০৯ সালের ডিসেম্বরে যেখানে সফটঅয়্যারের সংখ্যা ছিল ১৬ হাজারের মত এখন সেই সংখ্যা ৩০ হাজার। অন্যভাবে দেখলে গুগল প্রতিমাসে ৫ হাজার সফটঅয়্যার বাজারে ছাড়ছে। যার অর্থ এই অপারেটিং সিষ্টেমের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।জানুয়ারীর শেষে শীর্ষে থাকা কোম্পানী এপল জানিয়েছে তাদের সফটঅয়্যারের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার। বর্তমানে সেই সংখ্যা দাড়িয়েছে দেড় লক্ষে।
এন্ড্রয়েডের এই উর্ধগতি অবশ্য অস্বাভাবিক না। গত কিছুদিনে বেশকিছু ডিভাইস তৈরী হয়েছে এই অপারেটিং সিষ্টেমে, আর নির্মাতারাও এদিকে সময় দিচ্ছেন। অনেকে আশা করছেন এই গতি আরো বৃদ্ধি পাবে। অন্তত আইফোনের জন্য যেখানে বিপুল পরিমান আকর্ষনীয় সফটঅয়্যার রয়েছে সেখানে এদিকে কাজ করার সুযোগ রয়েছে অনেক।
No comments:
Post a Comment