ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিষ্টেম (সিএমএস) দ্রুপল হোষ্ট সার্ভিস চালু করতে যাচ্ছে। তাদের নাম হয়ত অনেকের কাছে ততটা পরিচিত নয় যতটা পরিচিতি রয়েছে ওয়ার্ডপ্রেস কিংবা গুগলের ব্লগারের। মুল কারন একটি, ব্লগার এবং ওয়ার্ডপ্রেস বিনামুল্যে আপনার ওয়েবপেজ রাখার সুযোগ দেয়। অতিরিক্ত সুবিধা পাবার জন্য ওয়ার্ডপ্রেসে কিছু ফি দিতে হয়, কিছু সিমাবদ্ধতা মেনে নিতে হয়, কিন্তু ব্লগার পুরোপুরি ফ্রি। এদের সাথে প্রতিযোগিতায় আসতেই এ পদক্ষেপ নিতে যাচ্ছে দ্রুপল। আগামী মাস তিনেকের মধ্যেই তাদের বিনামুল্যের হোষ্টিং চালু হবে। তাদের নতুন ব্যবস্থার নাম দ্রুপল গার্ডেন।
এই সেবা চালুর সাথেসাথে দ্রুপল ৭ নামে নতুন ভার্শন ছাড়া হবে। ২০১০ সালের পুরোটাই পুরোপুরি বিনামুল্যে সব সেবা ব্যবহার করা যাবে। এরপর কিছু সার্ভিস ফি নেয়া হতে পারে এবং এডভান্সড ফিচার ব্যবহারের জন্য ওয়ার্ডপ্রেসের মত ফি নেয়া হতে পারে। দ্রুপল গার্ডেন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই ফি-এর পরিমান প্রতি ওয়েবসাইটের জন্য প্রতিমাসে ১৯.৯৫ ডলার এব১ ৩৯.৯৫ ডলার হতে পারে।
অন্যান্য সিএমএস সফটঅয়্যারের সাথে তুলনায় দ্রুপল কেমন সফটঅয়্যার ? প্রশ্ন করতেই পারেন।
উত্তরে এটুকু বলা যায়, হোয়াইট হাউজ এবং নাসা তাদের ওয়েবসাইটের জন্য দ্রুপল ব্যবহার করে।
No comments:
Post a Comment