গতবছর ভিডিওমেকার সেরা সফটঅয়্যারের খ্যাতি পাওয়া ভিডিও এডিটিং, স্পেশাল ইফেক্ট এবং ডাবিং সফটঅয়্যার মুভি এডিট প্রো ১৬ রিলিজ হয়েছে। এতে খুব সহজে ভিডিও ক্যাপচার, সহজ এডিটিং, আকর্ষনীয় থ্রিডি ইফেক্ট ব্যবহার থেকে শুরু করে ইন্টারএকটিভ সিডি/ডিভিডি তৈরী কিংবা ইন্টারনেট ভিডিও এক্সপোর্ট করা যায়। দুধরনের ভার্শনে এটা পাওয়া যাবে, মুভি এডিট প্রো ১৬ ক্লাসিক এবং মুভি এডিট প্রো ১৬ প্লাশ।বিশ্বের জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সফটঅয়্যারের অন্যতম মুভি এডিটের নতুন ভার্শনে উল্লেখযোগ্য যা রয়েছে তা হচ্ছে
সরাসরি ইউটিউবে হাই-ডেফিনিশন ভিডিও আপলোড।
টাইটেল এডিটর এবং ডিরেক্ট প্রিভিউয়িং
টাইমলাইনে অডিও মনিটরিং অপশন।
স্ক্রিণশট ফাংশন।
অবজেক্ট জুম ফাংশন।
সেকেন্ডারি কালার কারেকশন।
অসংখ্য স্পেশাল ইফেক্ট। এছাড়াও এরসাথে বোনাস হিসেবে এডোরেজ ষ্টার্টার প্যাকেজ দেয়া হবে।
১৯৯৩ সালে যাত্রা শুরু করা ম্যাজিক্স জার্মানী এবং ইউরোপের দেশগুলিতে সবচেয়ে বেশি বিক্রিত মাল্টিমিডিয়া সফটঅয়্যার। আমেরিকার বাজারেও অন্যান্যদের বড় প্রতিদ্বন্দি।
No comments:
Post a Comment