এবছর দেড় লক্ষ মানুষকে চাকরী দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন নাসকমের প্রধান সোম মিত্তাল। বর্তমান বছরের ৯০ হাজার কর্মীর নিযোগ থেকে এটা বেশি হলেও মন্দা শুরু আগের নিয়োগের অবস্থা থেকে অনেক কম। মন্দা শুরুর আগে এই খাতে নিয়োগ দেয়া কর্মীসংখ্যা ছিল আড়াই থেকে তিন লক্ষ। বর্তমানে এইখাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে ২৩ লক্ষের বেশি মানুষ যা একে ভারতের অন্যতম প্রধান কর্মসংস্থানের যায়গা পরিনত করেছে। দেশের মোট অর্থনীতির ৫.৯ ভাগ আসে এই খাত থেকে।
আমেরিকা এবং অন্যান্য উন্নত দেশ ভারতকে বেছে নেয় সেখানে বিপুল সংখ্যক ইরেজি জানা দক্ষ কর্মী রয়েছে এবং শ্রমের দাম তুলনামুলক কম এই কারনে।
মন্দার কারনে অনেক বড় কোম্পানী বেতন বন্ধ রাখে, কর্মী ছাটাই করে। এখন বড় কাজ পাওয়ার সম্ভাবনায় তারা আগে থেকেই শিক্ষাপ্রতিস্ঠানে ভবিষ্যত কর্মী খোজ করছে।
No comments:
Post a Comment