March 6, 2010

নতুন উইন্ডোজ ফোনে বর্তমানের সফটঅয়্যার চলবে না New Windows phones won't run current apps

মাইক্রোসফট জানিয়েছে তাদের নির্মিতব্য উইন্ডোজ ফোন ৭ এতটাই নতুন যে সেখানে বর্তমানের প্রচলিত সফটঅয়্যারগুলি চলবে না। আগের সব ভার্শন থেকে এটা একেবারেই পৃথকভাবে তৈরী। এবছরই শেষদিকে বাজার আসার কথা উইন্ডোজ ফোন ৭ এর। মাইক্রোসফটের চার্লি কিন্ডেল এক ব্লগ পোষ্টে একথা প্রকাশ করেছেন।
এই ঘোষনার ফলে হতাস হবেন অনেকেই। কোন কোন কোম্পানী এর ওপর ভিত্তি করে নিজেদের কর্মীদের ব্যবহারউপযোগী সফটঅয়্যার তৈরী করেছেন। আবার যারা মোবাইল ফোনের সফটঅয়্যার তৈরী করেন তারাও দ্বিধায় পড়বেন। বর্তমানের উইন্ডোজ মোবাইল ৬.৫ এর জন্য সফটঅয়্যার তৈরী করলে একসময় তা বাতিল হবে, আর উইন্ডোজ ফোন ৭ কে লক্ষ্য করে সফটঅয়্যার করার চেষ্টা করলে তারজন্য অপেক্ষা করতে হবে অনিশ্চিতভাবে।
ফোন কোম্পানীগুলি ফোনের পাশাপাশি সফটঅয়্যার তৈরী করে। এপল এবিষয়ে শীর্ষে রয়েছে। তাদের এপ্লিকেশন ষ্টোরে লক্ষাধিক সফটঅয়্যার রয়েছে আইফোনে ব্যবহারের জন্য। স্যামসাং, এলজিসহ অন্যরাও এপথে পা বাড়িয়েছে। নতুন এই সিদ্ধান্তের কারনে মাইক্রোসফটের জন্য এইকাজ আরও জটিল হবে সন্দেহ নেই।
তবে কিন্ডেল আস্বস্ত করে বলেছেন মাইক্রোসফট উইন্ডোজ মোবাইল ৬.৫ এর সাপোর্ট দিয়ে যাবে আরো কয়েক বছর।

No comments:

Post a Comment