সাম্প্রতিক এক জড়িপ একথাই প্রকাশ করছে। অল্প বয়সীদের মধ্যে ব্লগের প্রবনতা কমে গেছে। পিউ ইন্টারনেট এন্ড আমেরিকান লাইফ প্রোজেক্ট তাদের এক গবেষনায় পেয়েছে ১২ থেকে ১৭ বছরের শতকরা ১৪ জন্য ব্লগ নিয়ে কাজ করে। এই সংখ্যা ২০০৬ এর তুলনায় চারভাগের এক ভাগ।
এথেকে কি সিদ্ধান্ত নেয়া যেতে পারে ? অল্পবয়সীরা ফেসবুক-টুইটারের মত সোস্যাল নেটওয়ার্কিং সাইট বেশি ব্যবহার করছে। গেম এবং ভিডিওতে বেশি সময় দিচ্ছে।
পিউ গবেষনায় পেয়েছে ১০ জনে ১ জন নিয়মিত ব্লগ ব্যবহার করে। ২০০৫ সাল থেকে এই একই চিত্র দেখা যাচ্ছে। গত ১০ বছরে নিয়মিত ব্লগার তৈরী হয়েছে ৩ কোটি। ৩০ বছর বা তারচেয়ে বেশি বয়সী ব্লগারের সংখা বৃদ্ধির হার ২০০৭ সালে ছিল ৭ ভাগ, ২০০৯এ ১১ ভাগ।
গবেষনায় পাওয়া গেছে ইন্টারনেট ব্যবহারকারীদের এক-তৃতিয়াংশ ফেসবুকের মত সোস্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে। ৪ বছর আগে এই হার ছিল ৫৫ ভাগ। এছাড়া অনেকেই মোবাইল ফোন বেশি ব্যবহার করছে। ১৮ থেকে ২৯ বছর বয়সীদের প্রায় অর্ধেকই এই দলে।
কমবয়সীদের সোস্যাল নেটওয়াকিং সাইট এবং বয়সীদের ব্লগ ব্যবহারের আরেকটি কারন ব্যাখ্যা করা হয়েছে। টুইটার-ফেসবুকে অল্প যায়গায় সন্তুষ্ট না হয়ে অনেকে ব্লগের দিকে যাচ্ছে। যেকারনে ব্লগিংয়ে বয়সিদের ভীড় বাড়ছে।
No comments:
Post a Comment