নাইকন তাদের কুলপিক্স সিরিজের ৭টি নতুন ক্যামেরার ঘোষনা দিয়েছে। এদের মধ্যে রয়েছে দুটি আলট্রা সুপারজুম, একটি কমপ্যাক্ট সুপারজুম এবং সাধারন কমপ্যাক্ট ক্যামেরা। এদের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য তাদের পি-৯০ এর উত্তরসুরী পি-১০০। হাই ডেফিনিশন ভিডিও, ২৬ এক্স জুমের এই ক্যামেরার বর্ননা আগেই উল্লেখ করা হয়েছে আরেকটি পোষ্টে। এরপরই রয়েছে তাদের এল-১০০ এর পরবর্তী মডেল এল-১১০। ১২ মেগাপিক্সেল, ১৫ এক্স (২৮-৪২০ মিমি) এই ক্যামেরাতেও হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। এই ক্যামেরার দাম ২৮০ ডলার। ফেব্রুয়ারী থেকেই বাজারে পাওয়া যাবে।
সাধারন ক্যামেরাগুলির মধ্যে রয়েছে কুলপিক্স এস-৮০০০। ১৪ মেগাপিক্সেল, ১/২.৩ ইঞ্চি সিসিডি সেন্সর, স্ট্যাবিলাইজেশনসহ ১০ এক্স জুম (৩০-৩০০ মিমি), হাইডেফিনিশন ভিডিও রেকর্ডিং সহ এই ক্যামেরা আকারে একেবারে ছোট। এর দাম ৩০০ ডলার। অন্য ক্যামেরাগুলি হচ্ছে কুলপিক্স এস-৩০০০, এস-৪০০০, এস-৬০০০ এবং এল-২২।
এস-৩০০০ এর দাম ১৫০ ডলার, এস-৪০০০ এর দাম ২০০ ডলার, এস-৬০০০ এর দাম ২৫০ ডলার এবং এল-২২ এর দাম ১৩০ ডলার। সবগুলি ক্যামেরাই এমাসে বাজারে ছাড়া হবে।
No comments:
Post a Comment