February 4, 2010

নাইকনের ৭টি নতুন ক্যামেরা Nikon reveals seven new Coolpix cameras

নাইকন তাদের কুলপিক্স সিরিজের ৭টি নতুন ক্যামেরার ঘোষনা দিয়েছে। এদের মধ্যে রয়েছে দুটি আলট্রা সুপারজুম, একটি কমপ্যাক্ট সুপারজুম এবং সাধারন কমপ্যাক্ট ক্যামেরা। এদের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য তাদের পি-৯০ এর উত্তরসুরী পি-১০০। হাই ডেফিনিশন ভিডিও, ২৬ এক্স জুমের এই ক্যামেরার বর্ননা আগেই উল্লেখ করা হয়েছে আরেকটি পোষ্টে। এরপরই রয়েছে তাদের এল-১০০ এর পরবর্তী মডেল এল-১১০। ১২ মেগাপিক্সেল, ১৫ এক্স (২৮-৪২০ মিমি) এই ক্যামেরাতেও হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। এই ক্যামেরার দাম ২৮০ ডলার। ফেব্রুয়ারী থেকেই বাজারে পাওয়া যাবে।
সাধারন ক্যামেরাগুলির মধ্যে রয়েছে কুলপিক্স এস-৮০০০। ১৪ মেগাপিক্সেল, ১/২.৩ ইঞ্চি সিসিডি সেন্সর, স্ট্যাবিলাইজেশনসহ ১০ এক্স জুম (৩০-৩০০ মিমি), হাইডেফিনিশন ভিডিও রেকর্ডিং সহ এই ক্যামেরা আকারে একেবারে ছোট। এর দাম ৩০০ ডলার।
অন্য ক্যামেরাগুলি হচ্ছে কুলপিক্স এস-৩০০০, এস-৪০০০, এস-৬০০০ এবং এল-২২।
এস-৩০০০ এর দাম ১৫০ ডলার, এস-৪০০০ এর দাম ২০০ ডলার, এস-৬০০০ এর দাম ২৫০ ডলার এবং এল-২২ এর দাম ১৩০ ডলার। সবগুলি ক্যামেরাই এমাসে বাজারে ছাড়া হবে।

No comments:

Post a Comment