February 4, 2010

সবচেয়ে বেশি জুমের ক্যামেরা Olympus SP 800UZ and SP 600UZ

বিশ্বে সবচেয়ে বেশি জুমের ক্যামেরা কোনটি ? কামেরার মডেল উল্লেখ না করলেও কোম্পানীর নাম অনুমান করতে পারেন। অলিম্পাস। সবসময়ই তারা অন্যদের থেকে এগিয়ে। তাদের নতুন এসপি-৮০০ ইউজেড এর টেলিফটো এংগেলে ফোকাল লেন্থ ৮৪০ মিমি। এই মাপ কতটা অনুমান করতে পারে অন্যদের সাথে তুলনায়, সাধারনভাবে এসএলআরের সাথে কিট লেন্স দেয়া হয় ৫৫ মিমি, পৃথকভাবে ৩০০ মিমি লেন্স কিনলে তাকে অত্যন্ত শক্তিশালী জুম লেন্স বলা হয়।
১৪ মেগাপিক্সেল এই ক্যামেরায় বিশাল আকারের ছবিই শুধু উঠানো যাবে না, হাই ডেফিনিশন ভিডিও এবং এগুলি রেকর্ডের জন্য ২ গিগাবাইট ইন্টারনাল মেমোরী দেয়া হয়েছে। সেইসাথে এসডি/এসডিএইচসি কার্ড সাপোর্ট। কাজেই যায়গা নিয়েও ভাবতে হবে না। রয়েছে বিল্ট-ইন ডুয়াল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন। দুরের ছবি উঠানোর সময় হাত কাপলেও স্পষ্ট ছবি পাবেন। লিথিয়াম ব্যাটারীতে এক চার্জে ২০০ ছবি উঠানো যাবে।
এতে রয়েছে বড় আকারের ৩ ইঞ্চি ডিসপ্লে। ১৬:৯ ফরম্যাটে ছবি দেখার ওবং উঠানোর ব্যবস্থা, ইউএসবি চার্জিং। এডভান্সড ফেস ডিকেটশন। ইন্টেলিজেন্ট অটো মোড। এএফ ট্রাকিং। ইন ক্যামেরা প্যানোরমা।
২৮-৮৪০ মিমি, ৩০এক্স জুমের এই ক্যামেরা মার্চ ২০১০ থেকে বাজারে পাওয়া যাবে। দাম একেবারেই কম, মাত্র ৩৫০ ডলার।
একই সময়ে ১৫ এক্স (২৮-৪২০ মিমি) জুমের আরেকটি ক্যামেরার ঘোষনা দেয়া হয়েছে। এসপি ৬০০ ইউজেড মডেলের এই ক্যামেরায় ১২ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। এতে ইলেকট্রনিক ভিউফাইন্ডার নেই। এর ইন্টারনাল মেমোরী ১ গিগাবাইট, সাথে এসডি/এসডিএইচসি কার্ড সাপোর্ট এবং ব্যাটারী হিসেবে লিথিয়ামের বদলে পেনসিল ব্যাটারী ব্যবহার করতে হবে।
এই ক্যামেরার দাম ২৫০ ডলার।

No comments:

Post a Comment