১৪ মেগাপিক্সেল এই ক্যামেরায় বিশাল আকারের ছবিই শুধু উঠানো যাবে না, হাই ডেফিনিশন ভিডিও এবং এগুলি রেকর্ডের জন্য ২ গিগাবাইট ইন্টারনাল মেমোরী দেয়া হয়েছে। সেইসাথে এসডি/এসডিএইচসি কার্ড সাপোর্ট। কাজেই যায়গা নিয়েও ভাবতে হবে না। রয়েছে বিল্ট-ইন ডুয়াল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন। দুরের ছবি উঠানোর সময় হাত কাপলেও স্পষ্ট ছবি পাবেন। লিথিয়াম ব্যাটারীতে এক চার্জে ২০০ ছবি উঠানো যাবে।
এতে রয়েছে বড় আকারের ৩ ইঞ্চি ডিসপ্লে। ১৬:৯ ফরম্যাটে ছবি দেখার ওবং উঠানোর ব্যবস্থা, ইউএসবি চার্জিং। এডভান্সড ফেস ডিকেটশন। ইন্টেলিজেন্ট অটো মোড। এএফ ট্রাকিং। ইন ক্যামেরা প্যানোরমা।
২৮-৮৪০ মিমি, ৩০এক্স জুমের এই ক্যামেরা মার্চ ২০১০ থেকে বাজারে পাওয়া যাবে। দাম একেবারেই কম, মাত্র ৩৫০ ডলার।
একই সময়ে ১৫ এক্স (২৮-৪২০ মিমি) জুমের আরেকটি ক্যামেরার ঘোষনা দেয়া হয়েছে। এসপি ৬০০ ইউজেড মডেলের এই ক্যামেরায় ১২ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। এতে ইলেকট্রনিক ভিউফাইন্ডার নেই। এর ইন্টারনাল মেমোরী ১ গিগাবাইট, সাথে এসডি/এসডিএইচসি কার্ড সাপোর্ট এবং ব্যাটারী হিসেবে লিথিয়ামের বদলে পেনসিল ব্যাটারী ব্যবহার করতে হবে।
এই ক্যামেরার দাম ২৫০ ডলার।
No comments:
Post a Comment