এতে ৩ ইঞ্চির যায়গায় ২.৭ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। খরচ কমানোর জন্য সাব-ডায়াল বাদ দেয়া হয়েছে। আইএসও সেনসিটিভিটি কিছুটা কমানো হয়েছে, বর্তমান মডেলে সর্বোচ্চ ৩২০০ ব্যবহার করা যাবে। সবচেয়ে দ্রুত সাটার স্পিডও কমিয়ে ১/২০০০ সে করা হয়েছে।
এতে ইপি-২ এর এক্সটারনাল ষ্টেরিও মাইক্রোফোন, ইলেকট্রনিক ভিউফাইন্ডার ইত্যাদি ব্যবহার করা যাবে। কিট লেন্স হিসেবে ১৪-৪২ মিমি এফ৩.৫/৫.৬ দেয়া হবে।
অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে ১২ মেগাপিক্সেল লাইভমোস সেন্সর। এতে এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করা যাবে। মুভি মোডে ১২৮০-৭২০ হাই ডেফিনিশন এবং ৬৪০-৪৮০ ভিডিও রেকর্ড করা যাবে।
ক্যামেরার মাপ ৪.৫-২.৮-১.৬ ইঞ্চি। মার্চ থেকেই ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে। কিটলেন্সসহ এর দাম ৬০০ ডলার।
No comments:
Post a Comment