সিমবিয়ান ফাউন্ডেশনের কাছ থেকে নোকিয়া এটা কিনে যথেষ্ট উন্নতি করেছে। বর্তমানে সিমবিয়ান ফাউন্ডেশনের মধ্যে রয়েছে নোকিয়া, এলজি, মটোরোলা, এনটিটি ডোকোমো, স্যামসাং, সনি এরিকশন, ভোডাফোন, এটিএন্ডটি এবং টেক্সাস ইন্সট্রুমেন্টস। এখনও ব্যবহারের দিক থেকে সিমবিয়ান সবচেয়ে জনপ্রিয়। এই অপারেটিং সিষ্টেমে অন্তত ৩৩ কোটি সেট বিক্রি হয়েছে। আরো জনপ্রিয়তা পাবার জন্যই একে ওপেনসোর্স করা হয়েছে ধরে নেয়া যায়। উল্লেখ করা যেতে পারে আইফোন এবং এন্ড্রয়েড ওপেনসোর্স।
ফাউন্ডেশন আশা করছে এরফলে যে কেউ সফটঅয়্যার তৈরীর সুযোগ পাবেন ফলে সফটঅয়্যারের নির্মানকাজ আরো গতিলাভ করবে।
আপনি সিমবিয়ান ভিত্তিক সফটঅয়্যার তৈরীরে আগ্রহি হলে সিমবিয়ান ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে কোড ডাউনলোড করে নিতে পারেন।
ঠিকানা http://www.symbian.org/
No comments:
Post a Comment