সিমবিয়ান ভিত্তিক আরেকটি নতুন সিরিজের ফোন আনতে যাচ্ছে নোকিয়া। সিরিজের নাম সি। এক্সপ্রেস মিউজিক থেকে যেমন এক্স সিরিজ আনা হয়েছে অনেকটা তেমনই ক্লাসিক সিরিজ থেকে আসতে যাচ্ছে সি। এর প্রথম ফোন সি-৫। দ্রুতগতির কানেনকটিভিটি এবং সবধরনের সুবিধেসহ অল্প দামের এই ফোন অনেককেই আকৃষ্ট করবে বলে মনে করা হচ্ছে।সি-৫ সম্পর্কে যতটুকু জানা গেছে তাতে অপারেটিং সিষ্টেম হিসেবে এস-৬০ ৩য় ভার্শন ব্যবহার করা হয়েছে (নন-টাচ)। ডিসপ্লে ২.২ ইঞ্চি। ৩.২ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা এবং এলইডি ফ্লাশ রয়েছে। এছাড়া রয়েছে এ-জিপিএস, মাইক্রোএসডি কার্ড স্লট, ৫০ মেগাবাইট ইন্টারনাল মেমোরী।
এতে এইচএসডিপিএ এবং এইচএসইউপিএ থ্রিজি থাকবে। এছাড়া ৩.৫ মিমি অডিও জ্যাক, এফএম রেডিও এসবও থাকবে।
বার্সিলোনার মোবাইল মেলায় বিস্তারিত জানা যাবে বলে ধারনা করা যায়।
No comments:
Post a Comment