February 6, 2010

টোপাজের ফটোশপ প্লাগইন Topaz Labs Upgrades Photoshop Detail Enhancement Plug-in

টোপাজ ল্যাব তাদের প্লাগইন সফটঅয়্যার ফটোশপ ডিটেইল এর নতুন ভার্শন ছেড়েছে। টোপাজ ডিটেইল ২ নামের প্লাগইন ব্যবহার করে মুল ছবির ক্ষতি না করে ছবির মান উন্নত করা যায়। এতে স্পিড বুষ্ট নামে বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবং ইন্টারফেসকে নতুন করে সাজানো হয়েছে।
নতুন ভার্শনে তিন পর্যায়ে ডিটেইল কন্ট্রোল করা যাবে, উচু মানে শার্পেনিং ব্যবহার করা যাবে। এতে ওভার শার্পেনিং কিংবা এজ আর্টিফ্যাক্ট এর সম্ভাবনা থাকবে না। নতুন প্রিসেট, আনডু-রিডু বাটন ছাড়াও নতুন ব্লার রিডাকশন টুল যোগ করা হয়েছে।
আগের ভার্শনের ব্যবহারকারীরা বিনামুল্যে আপগ্রেড করার সুযোগ পাবেন। এছাড়া তাদের ওয়েবসাইট থেকে বিনামুল্যে ৩০ দিন ব্যবহারউপযোগি ভার্শন ডাউনলোড করা যাবে।

No comments:

Post a Comment