February 5, 2010

চমকে দেয়ার মত স্যামসাং মোবাইল Mouthwatering Samsung SHW-M100S

প্রথমত Samsung SHW-M100S মডেলের সেটে ক্যামেরায় রয়েছে অপটিক্যাল জুম। এটাই যথেস্ট না, এতে আছে ৩.৭ ইঞ্চি এমোলেড  টাচস্ক্রিন ডিসপ্লে, শক্তিশালি ৮০০ মেগাহার্টজ প্রসেসর, ওয়াই-ফাই, জিপিএস, ভিডিওর জন্য ডিভ-এক্স কোডেক। ৫ মেগাপিক্সেল ক্যামেরা হাই ডেফিনিশন ৭২০পি ভিডিও রেকর্ড করবে। ৩.৫ মিমি অডিও জ্যাকও রয়েছে। এবং এটা চলবে এন্ড্রয়েড ২.১ অপারেটিং সিষ্টেমে।
এটা স্যামসাং এর প্রথম এন্ড্রয়েডভিত্তিক ফোন যেখানে তাদের নিজস্ব TouchWiz UI  ইনষ্টল করা রয়েছে। সেটটি দক্ষিন কোরিয়ায় পাওয়া যাচ্ছে। বাকি বিশ্বে কখন পাওয়া যাবে জানানো হয়নি। আশা করা হচ্ছে দ্রুতই জানা যাবে।

No comments:

Post a Comment