February 5, 2010

ক্যামেরাফোনে অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন Optical image stabilization for camera phones

মোবাইল ফোনের ক্যামেরায় অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন আসতে যাচ্ছে। জানিয়েছে লেন্স নির্মাতা ভেরিঅপটিক। তারা বিশ্বের প্রথম ষ্ট্যাবিলাইজড লিকুইড লেন্স তৈরী করেছে যা মোবাইল ফোনের ক্যামেরায় ব্যবহার করা যাবে এবং ইমেজ ষ্ট্যাবিলাইজেশনের কাজ করবে। তাদের অটোফোকাস লিকুইড লেন্স মুলত ব্যবহার করা হয় ডিভি ক্যামকোর্ডার, বারকোড রিডার, সিকিউরিটি ক্যামেরা, ডেন্টাল ক্যামেরা ইত্যাদিতে।
বর্তমানে মোবাইল ফোনে ১২ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা পাওয়া গেলেও অনেকেই সন্তুষ্ট নন এতে। অন্তত সাধারন ডিজিটাল ক্যামেরার সাথে তুলনায় তারা অনেকটাই পিছিয়ে। মুল কারন লেন্স। সেইসাথে হাত সামান্য কাপলে তার প্রভাবে ছবি ঝাপসা হয় যা এড়ানোর কোন উপায় নেই। নতুন এই লেন্স ব্যবহার করে মোবাইল ফোনেই উজ্জল ছবি পাওয়া যাবে।
আগামী বার্সিলোনা মেলায় এটা দেখানো হবে। বলা হচ্ছে ২০১১ সালে এই লেন্স ব্যবহার করা ক্যামেরাফোন বাজারে পাওয়া যাবে।

No comments:

Post a Comment