February 6, 2010

ক্যাননের এমপেগ-২ প্রফেশনাল ভিডিও কোডেক Canon Announces New MPEG-2 Professional Video Recording Codec

ক্যামেরা নির্মাতা ক্যানন জানিয়েছে তারা ফুল হাই-ডেফিনিশন ভিডিওর জন্য নতুন এক কোডেক তৈরী করেছে। ক্যাননের প্রফেশনাল ক্যামেরাগুলি এই কোডেক ব্যবহার করে ১৯২০-১০৮০ রেজ্যুলুশনের ভিডিও রেকর্ড করবে।
ক্যানন অনেকদিন ধরেই এবিষয়ে কাজ করছে। চার বছর আগে তারা এইচডিভি ক্যামকোর্ডার তৈরী শুরু করে। এই সময়ে টেপভিত্তিক ক্যামেরার বাইরে তারা কোডেক আপডেট করলেও এবারই প্রথম বড় ধরনের পরিবর্তন আনার কথা জানাল। ক্যানন জানিয়েছে তাদের এই কোডেক সবগুলি প্রধান এডিটিং সফটঅয়্যারের সাথে কাজ করবে।
এর আগে প্যানাসনিক, সনি, জেভিসি সকলেই তাদের নিজেদের কোডেকভিত্তিক প্রফেশনাল ক্যামেরা তৈরী করেছে। একমাত্র বাকি থাকা ক্যাননও এই ঘোষনার ফলে সেই দলে যোগ দিল।

No comments:

Post a Comment