February 6, 2010

স্প্রিন্ট ওভারড্রাইভ ৪জি/৩জি হটস্পট Sprint Overdrive rocks 4G at more than double 3G speeds

একই ডিভাইস ব্যবহার করে থ্রিজি-ফোরজি ব্যবহারের ব্যবস্থা করতে যাচ্ছে স্প্রিন্ট এটা জানাই ছিল। তাদের সেই যন্ত্রটির সঠিক বর্ননা জানার শুধু অপেক্ষা। সেই অপেক্ষার পালা শেষ করে তারা ওভারড্রাইভ নামে তাদের সেই যন্ত্র বাজারে এনেছে। ছোট আকারের এই যন্ত্র ব্যবহার করে থ্রিজি/ফোরজি/ওয়াইম্যাক্স ব্যবহার করা যাবে। একই যন্ত্র একসাথে ৫জন ব্যবহার করতে পারবে।
ওভারড্রাইভ একেবারে ছোট্ট আকারের, অনেকটা হীরের আকৃতির। এতে মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে ফলে শুধু নেটওয়ার্কের মাধ্যমেই না, কার্ডের মাধ্যমেও তথ্য স্থানান্তর করা যাবে। জিপিএস রিসিভার রয়েছে এর সাথে যা দিয়ে যেখানে ব্যবহার করা হচ্ছে তার অবস্থান জানা যাবে। ১.৪ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। সংযোগের জন্য মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে যেটা একে চার্জ করে। একচার্জে এর ব্যাটারী ৩ ঘন্টা ব্যবহার করা যায়।
যারা এই যন্ত্র ব্যবহার করেছেন তারা বলছেন এতে থ্রিজির কমপক্ষে দ্বিগুন দ্রুততা পাওয়া করা যায়। উদাহরন হিসেবে সিয়াটলে টি-মোবাইলের ডাউনলোড ১.৫৮ এমবিপিএস আর ওভারড্রাইভের ডাউনলোড ৪.১০ এমবিপিএস।
ওভারড্রাইভের দাম ৩৪৯.৯৯ ডলার।

No comments:

Post a Comment