February 1, 2010

মোবাইলে ইংরেজি শেখার ব্যবস্থা Pearson, Nokia form English teaching Joint venture in China

প্রকাশনা সংস্থা পিয়ারসন এবং মোবাইল ফোন নির্মাতা নোকিয়া একত্রে মোবাইল ফোনে ইংরেজি শেখার বিভিন্ন উপকরন তৈরী করতে যাচ্ছে চীনের জন্য। আজই দুকোম্পানীর পক্ষ থেকে একথা জানানো হয়েছে। দুজনের মিলিত কোম্পানীর নাম বেইজিং মোবিলেডু টেকনোলজি। চীনে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ৭২ কোটির বেশি।
চীনে ইংরেজি শিখতে আগ্রহীর সংখ্যা বিশ্বের যেকোন দেশের চেয়ে বেশি। বিশ্বের সবচেয়ে বড় শিক্ষামুলক বইয়ের বৃটেনভিত্তিক প্রকাশনা সংস্থা পিয়ারসন এখানে বড় ভুমিকা পালন করতে পারে। উল্লেখ করা যেতে পেঙ্গুইন এবং ফিনান্সিয়াল টাইমসের মত প্রতিষ্ঠান পিয়ারসনের নিয়ন্ত্রনাধীন। গতবছর তারা সাড়ে ১৪ কোটি ডলারে ওয়াল ষ্ট্রিট ইংলিশ কিনেছে।
অন্যদিকে বিশ্বের বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা নোকিয়া গতবছর শেষ ৩ মাসে প্রায় ২ কোটি সেট বিক্রি করেছে। আগের বছরের তুলনায় তা ৩৬ ভাগ বেশি।

No comments:

Post a Comment