বর্তমানের থ্রিজির উন্নত সংস্করন এলটিই কাজ করছে অনেকেই। থ্রিজির তুলনায় এর ডাটা ট্রান্সফার রেট কয়েকগুন বেশি, অন্তত ১০০ মেগাবিট/সে। এবছরই ডোকোমো আরেক প্রতিষ্ঠান এনইসি-এর সাথে জাপানে এই সেবা চালু করতে যাচ্ছে। তারা হ্যান্ডসেট তৈরীর বিষয়ে কাজ করছে এনইসি ছাড়াও ফুজিতসু এবং প্যানাসনিকের সাথে।
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই হ্যান্ডসেটের মাধ্যমে এলটিই-তে হাই ডেফিনিশন ভিডিও ব্যবহার করে দেখানো হবে। ডোকোমো এই প্রকল্পে আগামী ৫ বছরে ৩৩০ কোটি ডলার থেকে ৪৪০ কোটি ডলার ব্যয় করবে।
স্পেনের বার্সিলোনায় ফেব্রুয়ারীর ১৫ থেকে ১৮ তারিখ পর্যন্ত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস নামের মোবাইল ফোনের সবচেয়ে বড় মেলা হওয়ার কথা।
No comments:
Post a Comment