February 2, 2010

ফোর-জি হ্যান্ডসেট আনছে ডোকোমো NTT DoCoMo to Demo Prototype LTE Handset

জাপানের এনটিটি ডোকোমো কোম্পানীর নাম হয়ত জানেন। বিশ্বের প্রথম থ্রিজি সেবা চালু করেছিল। ফোর-জি এর ক্ষেত্রেও নেতৃত্ব দিতে যাচ্ছে তারাই। আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোর-জি (এলটিই) হ্যান্ডসেটের প্রোটোটাইপ আনছে তারা।
বর্তমানের থ্রিজির উন্নত সংস্করন এলটিই কাজ করছে অনেকেই। থ্রিজির তুলনায় এর ডাটা ট্রান্সফার রেট কয়েকগুন বেশি, অন্তত ১০০ মেগাবিট/সে। এবছরই ডোকোমো আরেক প্রতিষ্ঠান এনইসি-এর সাথে জাপানে এই সেবা চালু করতে যাচ্ছে। তারা হ্যান্ডসেট তৈরীর বিষয়ে কাজ করছে এনইসি ছাড়াও ফুজিতসু এবং প্যানাসনিকের সাথে।
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই হ্যান্ডসেটের মাধ্যমে এলটিই-তে হাই ডেফিনিশন ভিডিও ব্যবহার করে দেখানো হবে।  ডোকোমো এই প্রকল্পে আগামী ৫ বছরে ৩৩০ কোটি ডলার থেকে ৪৪০ কোটি ডলার ব্যয় করবে।
স্পেনের বার্সিলোনায় ফেব্রুয়ারীর ১৫ থেকে ১৮ তারিখ পর্যন্ত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস নামের মোবাইল ফোনের সবচেয়ে বড় মেলা হওয়ার কথা।

No comments:

Post a Comment