এই কোম্পানী তাদের ভাষায় সানঝাই (ডাকাত) ফোন নির্মানের জন্য পরিচিত। আইফোন এবং অন্যান্য জনপ্রিয় ফোনের আদলে ফোন তৈরী করে তারা। আইপ্যাডের সাথে তাদের পি-৮৮ এর মিল খুবই বেশি। এবারের আশ্চর্য্যজনক বিষয় হচ্ছে এপলের আইপ্যাডের ঘোষনা দেয়া হয়েছে গত সপ্তাহে, বাজারে আসতে আরো দুমাস সময় লাগবে, আর তারা এটা বিক্রি করছে গতবছর আগষ্ট থেকে। আমেরিকাতেও বিক্রি করেছে বলে জানানো হয়েছে তাদের পক্ষ থেকে।
এপলের পক্ষ থেকে এবিষয়ে মন্তব্য জানাতে অস্বিকৃতি জানানো হয়েছে। তারা চীনে আইফোন বিক্রি করলেও আইপ্যাড বিক্রি করবে কিনা এখনও জানায়নি।
জাপানের আরেক কোম্পানী ফুজিতসু জানিয়েছে আইপ্যাড ন্যামটি তাদের। কাজেই তাদের দিক থেকে আরেকটি মামলা হতে যাচ্ছে এপলের নামে এটাও ধরে নেয়া যায়।
No comments:
Post a Comment