February 2, 2010

চাদে অভিযান স্থগিত করলেন ওবামা Obama ends moon program

কলাম্বিয়া দুর্ঘটনার ৭ বছর পুর্তিতে নাসার কার্যক্রমের বড় ধরনের পরিবর্তনের ঘোষনা দিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর মধ্যে রয়েছে চাদে মানুষসহ মহাকাশযান পাঠানো বন্ধ করা। আগামীতে কখন একাজ করা হবে সেটা অনিশ্চিত। নতুন ঘোষিত বাজেটে মহাকাশ বিষয়ক খরচগুলি সরকারী খাত থেকে বেসরকারী খাতে নেয়ার উদ্দ্যোগ নেয়া হচ্ছে।
২০১১ সালে নাসার জন্য বরাদ্দ ১৯০০ কোটি ডলার। ওবামা প্রশাসন আগামী ৫ বছরের জন্য আরো ৬০০ কোটি ডলার দেয়ার কথা বলেছে। তবে কায্যক্রম বদলে বানিজ্যিক মহাকাশ অভিযানের কথা বলা হয়েছে। এই ৫ বছরে ৭৮০ কোটি ডলার ব্যয় ধরা হয়েছে নতুন প্রযুক্তির উন্নয়নের জন্য, ৩১০ কোটি ডলার আগামীতে বড় ধরনের রকেট পাঠানোর পালসেটিং প্রযুক্তির উন্নয়নের জন্য, ৩০০ কোটি ডলার ব্যয় করার কথা রোবটসহ চাদ এবং আরো দুরের অভিযানের জন্য।  
এবিষয়ে সাবেক নাসা প্রধান মাইক গ্রিফিন সিবিএস নিউজে মন্তব্য করেছেন চাদের অভিযান বাতিল করা এবং মহাকাশ অভিযান বানিজ্যিকিকরন একটা ভুল সিদ্ধান্ত।
২০১০ এর শেষ পর্যন্ত ইন্টারন্যাশনাল স্পেস ষ্টেশন চালু রাখার বুশের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি। এই সময়ে একাজে আরো ৫টি মহাকাশ যাত্রা অন্তর্ভুক্ত। তবে নতুন বাজেটে স্পেস ষ্টেশন অন্তত ২০২০ পর্যন্ত চালু রাখার খরচ জোগানোর ব্যবস্থা রাখা হয়েছে।

No comments:

Post a Comment