ক্যানন নতুন একটি ফটো এবং ডকুমেন্ট প্রিন্টারের ঘোষনা দিয়েছে। এটা সম্পর্কে বলা হয়েছে কোনরকম নয়েজ ছাড়াই ৪৮০০-১২০০ ডিপিআই ছবি প্রিন্ট করতে সক্ষম। ১০-১৫ সেমি বর্ডারলেস ছবি প্রিন্ট করতে সময় নেবে মাত্র ৫৫ সেকেন্ড। এরসাথে দুটি সফটঅয়্যার দেয়া হবে যা ছবির এক্সপোজার ঠিক করবে এবং ওয়েব পেজের বিভিন্ন অংশকে একটি ডকুমেন্টে পরিনত করবে।
এই প্রিন্টারে ক্যাননের ফুল-ফটোলিথোগ্রাফি ইংকজেট নজল ইঞ্জিনিয়ারিং (এফআইএনই) ব্যবহার করা হয়েছে। ক্যাননের ক্রোমালাইফ ১০০+ ব্যবহারের কারনে ছবি দির্ঘদিন ঠিক থাকবে। এই প্রযুক্তি ক্যাননের ফটো পেপারে ব্যবহার করলে ছবির মান যেমন ভাল পাওয়া যায় তেমনি বহুদিন পরও ছবির রঙ অটুট থাকে।
প্রিন্টারটি আকারে ছোট। এখনও দাম জানানো হয়নি।
No comments:
Post a Comment