February 2, 2010

ফায়ারফক্স মোবাইলের ফাইনাল ভার্শন বাজারে Firefox Mobile 1.0 Released

মোজিলা মোবাইল ফোনের জন্য তাদের ফায়ারফক্স ব্রাউজারের ফাইনাল ভার্শন রিলিজ করেছে। বর্তমানে শুধুমাত্র মেমো অপারেটিং সিষ্টেমে, নোকিয়া এন-৯০০ এবং এন-৮১০ সেটে ব্যবহার করা যাবে। আপনি এই সেটগুলির কোনটি ব্যবহার করলে ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে, http://www.mozilla.com/en-US/m/
এতে ট্যাবড ব্রাউজিং, এ্যাড-অন সাপোর্ট, পপ-আপ ব্লকার, অটোমেটিক আপডেট, বুকমার্ক, পাশওয়ার্ড ইত্যাদি সুবিধে রয়েছে। এই শব্দগুলি নিজেই তাদের কাজ প্রকাশ করে।
ফায়ারফক্স অপটিমাইজড মেমোরী ম্যানেজমেন্ট ব্যবহার করে ফলে কিছুটা র‌্যাম ফাকা পাওয়া যাবে।
খারাপ খবর একটাই, অন্য সেটের জন্য অল্পদিনের মধ্যে এটা পাওয়ার সম্ভাবনা নেই।

No comments:

Post a Comment