February 3, 2010

গুগল ক্রোম এর ব্যবহার বাড়ছে Chrome Has 5.2 Percent of Browser Market

গুগলের ইন্টারনেট ব্রাউজার ক্রোম এর ব্যবহার বাড়ছে। প্রধান দুই প্রতিদ্বন্দি মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার এবং মোজিলা ফায়ারফক্স দুজনার ভাগে থেকে ব্যবহারকারীদের নিজের দিকে আনতে সক্ষম হয়েছে তারা। জানুয়ারীতে ক্রোম ব্যবহুত হয়েছে মোট ব্যবহারের ৫.২ ভাগ যা তাদের প্রত্যাসার চেয়েও বেশি। বৃদ্ধির পরিমান ০.৬ ভাগ।
ইন্টারনেট এক্সপ্লোরার সম্পর্কে খারাপ প্রচারনা এবং চীনের সাথে গুগলের বিবাদ দুজনেরই জন্য ক্ষতিকর হয়েছে। জানুয়ারীতে এক্সপ্লোরার ব্যবহৃত হয়েছে ৬২.২ ভাগ যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। গত এক বছরের মাইক্রোসফট বাজারে তাদের অবস্থান হারিয়েছে ১০ ভাগ।
একই সময়ে ফায়ারফক্সের ব্যবহারও কমেছে। তবে তা এক্সপ্লোরের মত এতটা উল্লেখযোগ্য পরিমানে না। ০.২ ভাগ কমার পরও তাদের অংশে রয়েছে বাজারের ২৪.৪ ভাগ।
চতুর্থ অবস্থানে থাকা এপলের সাফারী কিছুটা এগোলেও ক্রোমের কাছে ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। তাদের অংশ ৪.৫ ভাগ। অপেরার ব্যবহার কমে দাড়িয়েছে ২.৪ ভাগে।
নেটএপস তাদের জড়িপ থেকে এই তথ্য প্রকাশ করেছে।

No comments:

Post a Comment