ইন্টারনেট এক্সপ্লোরার সম্পর্কে খারাপ প্রচারনা এবং চীনের সাথে গুগলের বিবাদ দুজনেরই জন্য ক্ষতিকর হয়েছে। জানুয়ারীতে এক্সপ্লোরার ব্যবহৃত হয়েছে ৬২.২ ভাগ যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। গত এক বছরের মাইক্রোসফট বাজারে তাদের অবস্থান হারিয়েছে ১০ ভাগ।
একই সময়ে ফায়ারফক্সের ব্যবহারও কমেছে। তবে তা এক্সপ্লোরের মত এতটা উল্লেখযোগ্য পরিমানে না। ০.২ ভাগ কমার পরও তাদের অংশে রয়েছে বাজারের ২৪.৪ ভাগ।
চতুর্থ অবস্থানে থাকা এপলের সাফারী কিছুটা এগোলেও ক্রোমের কাছে ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। তাদের অংশ ৪.৫ ভাগ। অপেরার ব্যবহার কমে দাড়িয়েছে ২.৪ ভাগে।
নেটএপস তাদের জড়িপ থেকে এই তথ্য প্রকাশ করেছে।
No comments:
Post a Comment