February 1, 2010

ক্যানন এইচএফ এস-২১ ক্যামকোর্ডার রিভিউ Canon Vixia HF S21 Camcorder Review

আপনি পরিবারের কিংবা অনুষ্ঠানের ভিডিও করার পাশাপশি ডকুমেন্টারি কিংবা ফিল্মমকারদের মত ছবি তৈরীতে আগ্রহি। এজন্য সাধারন মানের ক্যামেরায় আপনি সন্তুষ্ট নন। আবার বেশি টাকা খরচ করে বড় আকারের সত্যিকারের প্রফেশনাল ক্যামেরা কিনতেও আগ্রহি নন। সেক্ষেত্রে আপনার পছন্দ হতে পারে ক্যাননেন এইচএফ এস-২১। আকারে সাধারন হ্যান্ডিক্যামের সমান, মানের বিচারে প্রফেশনাল ক্যামেরার কাছাকাছি।
এস-২১ ক্যাননের গতবছরের এস-১১ এর পরবর্তী মডেল। ফ্লাশ ভিত্তিক হাই ডেফিনিশন এই ক্যামেরায় ৬৪ গিগাবাইটরে বিশাল যায়গা রয়েছে। এরপরও রয়েছে দুটি এসডি/এসডিএইচসি/এসডিএক্সসি কার্ড স্লট। এক কার্ডের যায়গা শেষ হলে ক্যামেরা নিজে থেকেই পরেরটি ব্যবহার করবে। ক্যানন ক্যামেরার ক্ষেত্রে নতুন টাচস্ক্রিন ডিসপ্লে।
এতে ১০-এক্স অপটিক্যাল জুম লেন্স ব্যবহার করা হয়েছে। লেন্সের জন্য অটোমেটিক কাভার রয়েছে। ১/২.৬ ইঞ্চি সিমোস সেন্সর। ভিডিও করার সময় কালার সেটিং পছন্দমত সেট করে নেয়া যায়। ভিডিও শার্পনেস প্রতিযোগি অন্যদের থেকে চোখে পড়ার মত উন্নত। ফিল্মে ব্যবহৃত ২৪পি মোড সহ বিভিন্ন ধরনের ফ্রেম রেট সেটিং রয়েছে। অল্প আলোতে ভিডিও করার সামর্থ্যও আগের মডেল থেকে উন্নত করা হয়েছে। কাজ করার সময় টাচস্ক্রিন ডিসপ্লে ব্যবহার করে সবধরনের কন্ট্রোল ব্যবহার করা যায়। ম্যানুয়েল কন্ট্রোলের সুবিধা ছাড়াও অটো কন্ট্রোলও আগের থেকে উন্নত করা হয়েছে।
একে ষ্টিল ছবি উঠানোর কাজে ব্যবহার করা যাবে অনায়াসে। ৮ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠাতে সক্ষম এই ক্যামেরা।
এতে এক্সটারনাল মাইক্রোফোন, হেডফোন ইত্যাদি লাগানোর ব্যবস্থা রয়েছে। ম্যানুয়েল অডিও লেভেল কন্ট্রোলের ব্যবস্থা রয়েছে। এইচডি থেকে এসডিতে কনভার্শনের ব্যবস্থাও রয়েছে ক্যামেরাতেই।
সবমিলিয়ে প্রায় প্রফেশনাল ক্যামেরার কাছাকাছি এই ক্যামেরার দাম ১৪০০ ডলারের কাছাকাছি।

No comments:

Post a Comment