মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের ঠিক আগের মুহুর্তে স্যামসাং তাদের এন্ড্রয়েড ভিত্তিক স্মার্টফোন গ্যালাক্সির পরবর্তী সংস্করনের ঘোষনা দিয়েছে। এর সবকিছুই আগের থেকে উন্নত করা হয়েছে। ১ গিগাহার্টজ স্নাপড্রাগন প্রসেসর, ৩২ গিগাবাইট পর্যন্ত ইন্টারনাল মেমোরী থাকার কথা এতে।ফোনটি আকারে বেশ বড়। এর ডিসপ্লে ৩.৭ ইঞ্চি, এমোলিড, টাচস্ক্রিন।  এতে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এন্ড্রয়েড ২.১ অপারেটিং সিষ্টেমে চলবে। উন্নতমানের স্মার্টফোনে যাকিছু থাকার তার সবকিছুই রয়েছে এতে। ওয়াইফাই, এইচএসডিপিএ এবং ইউএমটিএস। বিল্টইন জিপিএস থাকবে কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বার্সিলোনার ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে এটা দেখানো হবে।
No comments:
Post a Comment