পে-পল ভারতের কিছু লেনদেন বন্ধ করে দিয়েছে PayPal halts certain payment transactions in India
অর্থ লেনদেনের প্রতিষ্ঠান পে-পল ভারতের কিছু লেনদেন বন্ধ রেখেছে। পে-পলের পক্ষ থেকে বলা হয়েছে এই সেবার মাধ্যমে ব্যাক্তিগত টাকা উঠানোর সুবিধা বন্ধ করা হয়েছে। এছাড়া ভারতের ব্যাংকে টাকা স্থানান্তরও বন্ধ রাখা হয়েছে।
জানুয়ারীর ২৮ তারিখে লেনদেনের ক্ষেত্রে অনিয়ম চোখে পড়ে, কিছু প্রশ্ন ওঠে, সেকারনেই এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পে-পলের মুখপাত্র অনুজ নায়ার। নির্দিষ্ট করে অনিয়মের বিষয়টি কি তা জানাননি। তিনি বলেছেন খুব দ্রুতই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
No comments:
Post a Comment