মোবাইল ফোনের জন্য সফটঅয়্যার তৈরী করে হ্যান্ডমার্ক। তারা জানাচ্ছে এন্ড্রয়েডভিত্তিক মোবাইল ফোন ব্যবহার করে টুইটারের ব্যবহারের একটি সফটঅয়্যার তারা তৈরী করেছে। টুইটকাষ্টার নামের এই সফটঅয়্যার ব্যবহার করে খুব সহজে টুইটারে মেসেজ পাঠানো (টুইট) যাবে। হ্যান্ডমার্ক ওয়েবসাইট থেকে এর বিনামুল্যের ভার্শন ডাউনলোড করা যাবে।
টুইটকাষ্টার এর সুবিধার মধ্যে রয়েছে একাধিক টুইটার একাউন্ট ব্যবহার, রি-টুইট, টুইটার লিষ্ট, অফলাইট টুইট ক্যাসিং, ফটো এনহান্সমেন্ট, ফন্ট/থিম কাষ্টমাইজেশন। ফ্রি ভার্শনে তাদের বিজ্ঞাপন থাকে। যদি বিজ্ঞাপনমুক্ত টুইটকাষ্টার প্রো ব্যবহার করতে চান তাহলে ৪.৯৯ ডলারে কিনতে হবে।
No comments:
Post a Comment