February 7, 2010

ফেসবুক থেকে মাইক্রোসফটের বিজ্ঞাপন বাদ দেয়া হয়েছে Facebook removes Microsoft banner ads from site

ফেসবুক থেকে মাইক্রাসফটের ব্যানার বিজ্ঞাপন বাদ দেয়া হয়েছে। মাইক্রোসফটের সাথে এক চুক্তির ফলে তাদের এই সুযোগ দেয়া হযেছিল। এখন মাইক্রোসফটকে বাদ দিয়ে ফেসবুক নিজেই সেটা নিয়ন্ত্রন করবে। অবশ্য মাইক্রোসফট টেক্সট ভিত্তিক সার্চ এড ব্যবহারের সুযোগ পাবে। ২০১১ সালের পরও এই ব্যবস্থা চালু থাকবে বলে চুক্তি হয়েছে, তবে ঠিক কোন সময় পর্যন্ত তা জানানো হয়নি।
ফেসবুকের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪০ কোটি। তারা জানাচ্ছে ব্যবহারকারীদের কাজের ধরন অনুযায়ী তারা বিজ্ঞাপন দেখানো ব্যবস্থা রাখবে যা মাইক্রোসফটের পদ্ধতির চেয়ে এই সাইটের ধরনের সাথে বেশি মানানসই। এরই মধ্যে তারা মাইক্রোসফটের বিজ্ঞাপন দেখানো বন্ধ করেছে। পুরোপুরি বন্ধ করতে ৩০ দিনের মত সময় প্রয়োজন হবে।
খবরটি প্রচার করা হয় যখন ফেসবুক ৬ বছরে পা দিল এবং তাদের আর্থিক উন্নতির তথ্য প্রকাশিত হল তার পরপরই। এ উপলেক্ষে তাদের ওবেসাইট নতুনভাবে সাজানো হয়েছে।
উল্লেখ করা যেতে পারে, ২০০৭ সালে মাইক্রোসফট ২৪ কোটি ডলারে ফেসবুকের ১.৬ ভাগ শেয়ার কেনে।

No comments:

Post a Comment