January 11, 2010

সিইএস-এ অয়্যারলেস চার্জার, আইফোন টিভি Wireless charging, iPhone TV

গত সপ্তাহের কনজুমার ইলেকট্রনিক্স শোতে মানুষের আগ্রহের কেন্দ্রে ছিল থ্রিডি টিভি, ইবুক রিডার, ছোট আকারের ল্যাপটপ। যার মধ্যে অনেক আকর্ষনীয় উদ্ভাবন দৃষ্টি এড়িয়ে গেছে। এদের মধ্যে ছিল অয়্যারলেস প্রিন্টিং থেকে অয়্যারলেস মোবাইল চার্জার, থ্রিডি ক্যামেরা থেকে সাধারন টিভিতে থ্রিডি দেখার প্রযুক্তি পর্যন্ত। একবার দেখে নেয়া যাক এধরনের বিষয়গুলি।

ক্যালকমের FLO TV সার্ভিস আমেরিকার এটিএন্ডটি এবং ভেরিজোন এর নেটওয়ার্কে সীমাবদ্ধ। এতে ১৫টি টিভি চ্যানেল দেখা যায়। তারা এক্সেসরি হিসেবে আইফোনের জন্য পৃথক বআটারী প্যাক এনেছে। টিভিট নামে একটি যন্ত্র এনেছে যা ব্যবহার করে টিভি সিগন্যালকে আইফোন কিংবা ব্লাকবেরি সেটে পাঠানো যায়।
পেরিগ্রিন নামে একধরনের গেম কন্ট্রোলার গ্লাভস এনেছে আয়রন। এগুলি হাতে পড়ে কিবোর্ড-মাউসের বদলে আঙুল নাড়াচাড়া করে সহজে গেম নিয়ন্ত্রন করা যাবে। একে ইউএসবি পোর্টে সংযোগ দিতে হবে।  এবছর মাঝামাঝি এগুলি বাজারে পাওয়া যাবে। দাম ১৫০ ডলার।
পাওয়ারম্যাট ইউএসএ পাওয়ারপ্যাক নামে এক ধরনের চার্জার এনেছে যেখানে আপনার মোবাইল ফোনকে তার ওপর রাখলেই চার্জ হবে। বাজারের জনপ্রিয় অনেক সেটের সাথেই এটা ব্যবহার করা যাবে। মে থেকে এটা পাওয়া যাবে। দাম ৪০ ডলার।
বছর দুয়েক আগে পোলারয়েড তাদের ফিল্ম তৈরী বন্ধ করে দিয়েছে। পোলারয়েড ফিল্ম সম্পর্কে নিশ্চয়ই জানেন। মুহুর্তের মধ্যেই তৈরী ছবি পাওয়া যায়। নেদারল্যান্ডের পোলারয়েড কোম্পানী জানিয়েছে তারা নতুনভাবে আরো উন্নত সংস্করনের পোলারয়েড তৈরী করছে। এছাড়া ব্যাটারীচালিত একধরনের ডিজিটাল প্রিন্টার দেখিয়েছে যেখানে নষ্ট হওয়া ফিল্ম থেকেও উন্নতমানের ছবি প্রিন্ট করা যাবে।
থ্রিডি ক্যামেরা সাধারনের আওতার মধ্যে এনেছে ফুজিফিল্ম। এটা ব্যবহার করে যে কেই নিজেই থ্রিডি মুভি তৈরীর সুযোগ পাবে কিংবা থ্রিডি ছবি উঠানো যাবে। দুই লেন্সের Finepix Real 3D W1 ক্যামেরার দাম ৫৯৯ ডলার।
আপনি থ্রিডি টিভি দেখতে চান অথচ থ্রিডি টিভি কিনতে রাজী নন, কিংবা থ্রিডি ব্লু-রে কেনায় আপত্তি। তাহলে আপনার জন্যই থ্রিডি দেখার ব্যবস্থা করেছে রিয়েলভিউ। তাদের ফিল্টার টিভির সাথে ব্যবহার করলেই আগের টিভিতে থ্রিডি দেখা যাবে। ২২ ইঞ্চি টিভির জন্য দাম ১৫০ ডলার, ৪২ ইঞ্চির জন্য দাম ৫০০ ডলার।

No comments:

Post a Comment