এবছর কনজুমার ইলেকট্রনিক্স শোতে সেরা প্রযুক্তির পুরস্কার জিতে নিয়েছে পকেটে রাখার মত ছোট লেজার প্রজেক্টর এবং সেট-টপ আকারের বক্স যা ওয়েব থেকে টিভিতে দেখাতে পারে। মাইক্রোভিশনের SHOWWX Laser Pico Projector অনলাইন ভোটে জয়ী হয়েছে। আর ডি-লিংকের Boxee Box বাদ দেয়ার পদ্ধতিতে শেষ পর্যন্ত টিকে থেকে জিতেছে।
লেজার প্রজেক্টরকে মোবাইল ফোন, পোর্টেবল মিডিয়া প্লেয়ার কিংবা কম্পিউটারের সাথে সংযোগ দিয়ে দেয়ালে কিংবা পর্দায় বড় আকারের উন্নত মানের ছবি দেখানো যায়। এবছর পরের দিকে এটা বাজারে বিক্রি হবে। দাম ৫০০ ডলার।
বক্সি বক্স ওয়েব পেজকে টিভিতে পাঠানোর যন্ত্র। এর দাম ২০০ ডলার।
No comments:
Post a Comment