January 10, 2010

মোবাইল ফোন বনাম ইন্টারনেট ফোন Free mobile call through Internet

বিনামুল্যে সেলফোন ব্যবহারের সুযোগ করে দেয়ার যন্ত্র ম্যাজিক জ্যাক নিয়ে রীতিমত বিতর্ক শুরু হয়েছে। ছোট আকারের এই যন্ত্রের সাহায্যে মোবাইল ফোনের ব্যবহৃত ফ্রিকোয়েন্সি দিয়ে ইন্টারনেট ফোন ব্যবহার করা যায়। পার্থক্য হচ্ছে মোবাইল ফোন কোম্পানীগুলিকে এজন্য কোটি কোটি টাকা দিতে হয়। আর এটা সেই কাজ করে বিনা টাকায়।

ম্যাজিক জ্যাক নামের এই যন্ত্রটি সম্পর্কে বিপুলভাবে টিভি বিজ্ঞাপন দেয়া হচ্ছে। এর নির্মতা ওয়াইম্যাক্স কর্পোরেশন (YMax Corp) কনজুমার ইলেকট্রনিক্স শোতে জানিয়েছে তারা আগামী ৪ মাসের মধ্যেই এটা বিক্রি শুরু করছে। দাম মাত্র ৪০ ডলার। এই টাকায় আমেরিকা এবং কানাডায় বিনামুল্যে ১ বছর কথা বলা যাবে।
ছোট আকারের এই যন্ত্রটি কম্পিউটারের সাথে সংযোগ দিতে হয় এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়। এর ৮ ফুট দুরত্বে মধ্যে (ওয়াইম্যাক্সে কথা ৩০০০ বর্গফুট) কোন মোবাইল ফোন থাকলে তাকে শনাক্ত করতে পারে এবং তার মাধ্যমে কল করে। মজার বিষয় হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করে কল করলেও কাজ হয় ইন্টারনেটে, ফলে মোবাইল ফোনের বিল দিতে হয় না। জিএসএম ষ্টান্ডার্ডে যে কোন মোবাইল ফোন এতে ব্যবহার করা যায়।
এর আগে গত দুবছরে ল্যান্ডফোনের জন্য ৫০ লক্ষ ম্যাজিকজ্যাক বিক্রি করেছে ওয়াইম্যাক্স। এখন কথা উঠেছে এই ব্যবস্থা মোবাইল ফোনে ব্যবহার করা বৈধ কি-না তা নিয়ে। তবে এখন পর্যন্ত এটিএন্ডটি, টি-মোবাইল এর মত মোবাইল ক্যারিয়ার কিংবা এফসিসি বিষয়টি বৈধ না অবৈধ এবিষয়ে এখনও কোন মন্তব্য করেনি।
যদি সত্যিসত্যি এর ব্যবহার শুরু হয় খুব দ্রুতই তা জনপ্রিয় হয়ে উঠবে এতে সন্দেহ নেই। মোবাইল কোম্পানীগুলির জন্য তা হুমকি হয়ে উঠবে বলেই বলা হচ্ছে।

No comments:

Post a Comment