January 10, 2010

ব্লুটুথ সহ জেভিসির এইচডি ক্যামেরা JVC Everio GZ-HM550 with Bluetooth

জেভিসি তাদের এভারিও সিরিজের নতুন একটি ক্যামেরার ঘোষনা দিয়েছে যেখানে ব্লুটুথ কানেকটিভিটি রয়েছে। সরাসরি ব্লুটুথ হয়ত ভিডিও ট্রান্সফারের জন্য উল্লেখযোগ্য অতিরিক্ত সুবিধে দেবে না কিন্তু যারা অন্য ব্লুটুথ ডিভাইস ব্যবহার করেন তারা তারের সংযোগ ছাড়াও এই ক্যামেরার সাথে সেগুলি ব্যবহার করার সুযোগ পাবেন। যেমন রেকর্ডিং এর সময় ব্লুটুথ হেডসেট ব্যবহার করে অডিও লেভেল জানা যাবে।
তাদের নতুন আরেকটি মডেল GZ-HM1 এর মত এতেও ১/২.৩ ইঞ্চি ১০.৬২ মেগাপিক্সেল ব্যাক ইল্যুমিনেটেড সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে। একই কনিকা-মিনোল্টা এইচডি লেন্স। সাথে ১৬ এক্স ডায়নামিক জুম। এছাড়া এডভান্সড ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবহার করা হয়েছে।
এতে টাইম ল্যাপস রেকর্ডিং সুবিধে রয়েছে। এতে ১৯২০-১০৮০ রেজুলুশনের ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড হরে এভিসিএইচডি ফরম্যাটে। ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরী রয়েছে এবং এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করা যাবে।
Everio GZ-HM550 এর দাম ৭৯৯.৯৫ ডলার। মার্চ থেকে বাজারে পাওয়া যাবে।

No comments:

Post a Comment