January 10, 2010

স্যামসাং এর নতুন ভিডিও ক্যামেরা Samsung digital camcorders MX-C20, SMX-C24 and HMX-M20

এবারের কনজুমার ইলেকট্রনিক্স শোতে অত্যন্ত আকর্ষনীয় ডিজাইনের ৩টি নতুন ক্যামকোর্ডার প্রদর্শন করেছে স্যামসাং। SMX-C20, SMX-C24 এবং HMX-M20 এই তিনটি মডেলের সবগুলিতে তাদের ২৫ ডিগ্রি একটিভ এংগেল লেন্স ব্যবহার করা হয়েছে। এর ফলে এই ক্যামেরাগুলি অন্যান্য ক্যামেরার চেয়ে সহজে হাতে ধরে রাখা যায়। এই প্রযুক্তির জন্য স্যামসাং আগেই পুরস্কার পেয়েছে।

SMX-C20, SMX-C24  ক্যামেরাদুটি সাধারন কাজে ব্যবহারের জন্য তৈরী, ষ্টান্ডার্ড ডেফিনিশন ৭২০-৪৮০ পিক্সেলের। সেইসাথে ২ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানো যাবে। এগুলিতে রয়েছে হাইপার ইমেজ ষ্ট্যাবিলাইজেশন সহ ১০ এক্স অপটিক্যাল জুম।
আর HMX-M20 মডেলে ফুল হাই ডেফিনিশন ১৯২০-১০৮০ রেজ্যুলুশন ভিডিও রেকর্ড করা যাবে। এই মডেলে ৮ এক্স অপটিক্যাল জুম, ১২ এক্স ইন্টেলি জুম এবং ৮ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানোর ব্যবস্থা রয়েছে।

SMX-C24 মডেলে ১৬ গিগাবাইট বিল্টইন মেমোরী রয়েছে। অন্যদুটিতে এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করতে হবে। সবগুলি মডেলে টাইম ল্যাপস রেকর্ডিং সুবিধে রয়েছে। রেকর্ড করার পর ডিসপ্লেতে প্রতিটি ভিডিওর জন্য থাম্বনেইল ভিউ দেখার ব্যবস্থা রয়েছে। এর সাথে দেয়া চার্জার ছাড়াও ইউএসবি পোর্ট থেকে চার্জ করা যাবে।
ক্যামেরাগুলি মার্চ থেকে বাজারে পাওয়া যাবে।

No comments:

Post a Comment