January 10, 2010

সনির ইবুক রিডার ডেইলি এডিশন Sony eReader Daily Edition

ইবুক রিডারের বাজারে সনির অবস্থান যথেস্ট ভাল সাধারন ই-রিডারের পাশাপাশি তারা নতুন আরেকটি রিডার বাজারে ছেড়েছে ডেইলি এডিশন নামের এই রিডারে প্রতিদিনের খবর কাগজ কিংবা পত্রিকা পড়া যাবে তাদের ওয়েব সাইট থেকে বই ডাউনলোড করা যাবে এছাড়া ইউএসবি পোর্ট ব্যবহার করে এতে ব্যবহারযোগ্য অন্য বইও রেখে পড়া যাবে
ফুল টাচস্ক্রিন ৭ ইঞ্চি স্ক্রীনের এই রিডারে লম্বালম্বি অথবা আড়াআড়িভাবে পড়ার ব্যবস্থা রয়েছে মেনু ব্যবহারের জন্য আঙুল কিংবা সাথে দেয়া স্টাইলাস পেন ব্যবহার করা যাবে আমেরিকার বহুল প্রচারিত পত্রিকাগুলি যেমন ওয়াল ষ্ট্রিট জার্নাল, ফিনান্সিয়াল টাইমস, লস এঞ্জেলেস টাইমস, শিকাগো ট্রিবিউন ইত্যাদি এখনই ব্যবহার করা যাবে এছাড়া আরো অনেকের সাথেই আলোচনা চলছে যেগুলি আগামীতে পাওয়া যাবে
ডিসেম্বরের ২০ তারিখ থেকেই এটা বিক্রি শুরু হয়েছে এর দাম ৩৯৯ ডলার

No comments:

Post a Comment