ক্যামেরাটির নাম Twin-lens Full HD 3D camcorder। মোটামুটি ছোট আকারের এই ক্যামেরার ওজন ৩ কেজি। এসডি/এসডিএইচসি কার্ডে ফুল হাই ডেফিনিশন ১৯২০-১০৮০ রেজূলুশন ভিডিও রেকর্ড হবে। ধুলাবালিতে ক্যামেরা ক্ষতিগ্রস্থ হবে না কিংবা আঘাত পেলেও ক্যামেরার ক্ষতি হবে না। ভিডিওকে সরাসরি পিসি কিংবা ম্যাকে ব্যবহার করা যাবে। সাধারন থ্রিডি ভিডিও থেকে শুরু করে খেলাধুলা, ডকুমেন্টারী কিংবা মুভি তৈরী করা যাবে সহজেই। জানেন নিশ্চয়ই বর্তমানের সাড়া জাগানো জেমস ক্যামেরনের থ্রিডি মুভি অবতার তৈরী হয়েছে বিশেষভাবে তৈরী ক্যামেরা ব্যবহার করে। এখন এধরনের ক্যামেরা যে কেউ ব্যবহারের সুযোগ পাবে। অবশ্য থ্রিডি দেখার জন্য প্রয়োজন হবে থ্রিডি ডিসপ্লে। এখানে রেকর্ড করা ভিডিওকে প্যানাসনিকের থ্রিডি হোম থিয়েটার সিষ্টেমে সরাসরি ব্যবহার করা যাবে।
দামটাই যা একটু বেশি। মাত্র ২১,০০০ ডলার। ব্যাপকভাবে থ্রিডি ব্যবহারের সুযোগ আসার আগে এটাই সবচেয়ে ভাল সুযোগ।
No comments:
Post a Comment