January 1, 2010

মুভির চেয়ে ভিডিও গেমের বিক্রি বেশি Video games outsell movies in U.K.

যুক্তরাজ্যে ভিডিও গেমের বিক্রি মুভির বিক্রিকে ছাড়িয়ে গেছে। এখানে মুভি বিক্রি বলতে ডিভিডিতে বিক্রি এবং হলে গিয়ে মুভি দেখা দুটিকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরও তারা পিছিয়ে রয়েছে ভিডিও গেমের কাছে। বৃটেনের পত্রিকা ডেইলি টেলিগ্রাফ এই তথ্য প্রকাশ করেছে।
জিএফকে চার্ট নামে তাদের পর্যবেক্ষনে ধরা পরেছে গতবছর ভিডিও গেমের জন্য খরচ করা হয়েছে ২৮০০ কোটি ডলার পরিমান অর্থ (১.৭৩ বিলিয়ন পাউন্ড), অন্যদিকে মুভির জন্য মানুষ ব্যয় করেছে ১৯০০ কোটি ডলার (১.১৯৮ বিলিয়ন পাউন্ড)।
আগের বছরের তুলনায় ভিডিও গেমের বিক্রি বৃদ্ধির পরিমান ৮৬ কোটি ডলার, প্রায় ৩০ ভাগ। এতে গেম বিক্রেতাদের খুশি হবার কথা, কিন্তু আমেরিকার সাথে তুলনা করলে দৈন্যতা ধরা পরে সহজেই। আমেরিকায় শুধুমাত্র নভেম্বরে গেম বিক্রি হয়েছে ২৭০০ কোটি ডলারের।
ভিডিও গেমের ব্যবহার এবং বিক্রি বৃদ্ধি পাচ্ছে সারা বিশ্বেই। হ্যারি পটার, ট্যুইলাইট এর মত মুভি হেরে যাচ্ছে কল অব ডিউটির মত গেমের কাছে।
এই রিপোর্টে আরো বলা হয়েছে বৃটেনে গেম কনসোলের বিক্রি দ্বিগুন হয়ে আড়াই কোটিতে পৌছেছে। বৃটেনের জন্য এর অর্থ প্রতি ১০ পরিবারের মধ্যে ৯ পরিবারে গেম কনসোল ব্যবহার করা হচ্ছে।
আর বিনোদনের মাধ্যম হিসেবে শীর্ষে অবস্থান করছে টেলিভিশন।

No comments:

Post a Comment