মোবাইল ফোন নির্মাতা হিসেবে ফিলিপসের তেমন পরিচিতি নেই। সত্যি বলতে কি, এশিয়ার বাইরে ফিলিপসের মোবাইল হ্যান্ডসেট বিক্রি হয় না। ২০০৭ সালে ফিলিপস তাদের মোবাইল ফোন বিভাগ বন্ধ করে দেয়। তখন থেকে চায়না ইলেকট্রনিক্স কর্পোরেশন নামে একটি চীনা প্রতিস্ঠান এটি চালু রেখেছে। এখন দেখা যাচ্ছে তারা একে আরো সামনে এগিয়ে নিতে আগ্রহি। উইন্ডোজ ৬.৫ ব্যবহার করা একটি শক্তিশালী ফোনের ঘোষনা দিয়েছে তারা।ফিলিপস ডি-৯০৮ নামে এই ফোনে ৩.২ ইঞ্চি টিএফটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। রেজ্যুলুশন ৪৮০-৮০০, ২৬০,০০০ কালার। এতে ৫ মেগাপিক্সেল সিমোস সেন্সরের ক্যামেরা রয়েছে।
মুলত বিজনেস ফোন হিসেবে এই ফোন তৈরী। কাজেই এর স্পেসিফিকেশনও তেমনই। এতে ওয়াই-ফাই, থ্রিজি ছাড়াও ব্লু-টুথ ২.১, ইউএসবি কানেকটিভিটি রয়েছে। এর ইন্টারনাল মেমোরী ১ গিগাবাইট, মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে ৩২ গিগাবাইট পর্যন্ত। সব মিলিয়ে আকর্ষনীয়। তবে বার্সিলোনার আগামী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে হয়ত একে ফিলিপসের প্যাভিলিয়নের বদলে চায়নীজ ষ্টলে দেখা যাবে।

No comments:
Post a Comment