যারা কম্পিউটার গেম খেলেন তারা তো বটেই, যারা কিছুটা খোজ রাখেন তারাও এই গেম সম্পর্কে জানেন। একসময়ের অত্যন্ত জনপ্রিয় এই গেম উইন্ডোজ, ম্যাক, লিনাক্স সব ভার্শনে পাওয়া যায়। এখন নোকিয়া মোবাইল ব্যবহারকারীরা তাদের সেটেই খেলার সুযোগ পাবেন। অবশ্য এজন্য নোকিয়ার এন-৯০০ সেট হতে হবে। গেমের জন্য টাকা খরচ করতে হবে না, পাওয়া যাবে বিনামুল্যে। এপ্লিকেশন ম্যানেজার ব্যবহার করে সরাসরি ডাউনলোড করা যাবে ডিউক নুকেম থ্রিডি গেমের ফ্রিঅয়্যার ভার্শন।১৯৯৬ সালের জানুয়ারীতে প্রথম রিলিজ হওয়া এই গেমের কম্পিউটার ভার্শনের গ্রাফিক্স নিশ্চয়ই আপনি মোবাইলে আশা করেন না। এখন পর্যন্ত এর কাজ শতভাগ শেষও হয়নি। খেলার সময় কিবোর্ড ব্যবহার করে অভ্যস্থ হলে এর টাচস্ক্রিন ব্যবহার করে মুভ করার বিষয়টিও কিছুটা অস্বস্তি আনতে পারে। তবে যারা ব্যবহার করেছেন তারা বড় ধরনের কোন সমস্যার কথা উল্লেখ করেননি।
আর-কোয়ান মাষ্টার্স রিলিজ হয়েছিল ১৯৯২ সালে। এরও নোকিয়া ভার্শন ছাড়া হয়েছে। গেমটি ডাউনলোড করা যাবে এখান থেকে http://maemoworld.org/2009/12/04/download-the-ur-quan-masters-for-maemo-5-based-n900/
No comments:
Post a Comment