January 1, 2010

কনকর্ড কিষ্টোনের ছোট এইচডি ক্যামেরা Concord Keystone Trading To Launch Easy Shot Clip HD

ইউটিউব ভিডিওর যুগে ফ্লিপ-মাইনো, জেভিসি থেকে ক্রিয়েটিভ সকলেই পকেট হাই-ডেফিনিশন ক্যামেরাকে জনপ্রিয় করে তুলেছেন। একে আরো ছোট এবং ব্যবহার সহজ করে সুপার কমপ্যাক্ট ডিজিটাল ক্যামকোর্ডার ইজিশট ক্লিপ আনছে কনকর্ড কিষ্টোন। ভিডিও ছাড়াও খুব সহজে ষ্টিল ছবি উঠানো যাবে এতে। লাস ভেগাসের কনজুমার ইলেকট্রনিক্স শোতে এটা আনা হবে।

আকারে ছোট রাখার জন্য ইজিশট ক্লিপ ক্যামেরায় ইন্টারনাল লিথিয়াম পলিমার রিচার্জেবল ব্যাটারী ব্যবহার করা হয়েছে যা খুব সহজে ইউএসবি থেকে চার্জ করা যাবে। এতে ৪এক্স ডিজিটাল জুম ব্যবহার করা যাবে। ১.৫ ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লে রয়েছে। ২ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড থাকবে যেখানে ১ ঘন্টার ৭২০পি  ৩০ ফ্রেম/সে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে।
এরসাথে ইউএসবি কেবল, টিভি কেবল, মিনি ষ্ট্যান্ড, আর্কসফট মিডিয়া ইমপ্রেশন সফটওয়্যার ইত্যাদি দেয়া হবে। একটা মাত্র ক্লিক করেই ভিডিও কিংবা ছবি সরাসরি সোস্যাল ওয়েবসাইটে আপলোড করা যাবে।
এর দাম ১০০ ডলার। বাজারে বিক্রি হবে মার্চ, ২০১০ থেকে।

No comments:

Post a Comment